Home / Fertilizer / "NPKS"
NPKS সার হল একটি খনিজ পদার্থ সমৃদ্ধ মিশ্রণ যা সাধারণত উদ্ভিদের চারটি প্রাথমিক প্রয়োজনীয় পুষ্টিদ্রব্যের সরবরাহ করে থাকে যার সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি ঘটে থাকে। নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সালফার কে সংক্ষেপে বলা হয় NPKS। এই চারটি মূখ্য উপাদান উদ্ভিদের শ্রীবৃদ্ধির জন্য দায়ী।